ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১২, ২ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:৩৯, ২ এপ্রিল ২০২০

বিএসএফ

বিএসএফ

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে মো. জয়নাল (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহত জয়নাল রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামের সমির উদ্দিনের ছেলে।  

বিজিবি জানায়, নিহত জয়নাল দীর্ঘদিন ধরে ভারতে ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে অবৈধভাবে ভারত চোষপাড়া সীমান্ত এলাকার ৩৭৯ পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এসময় ভারতের ১৭১ চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ‘জয়নাল বিয়ে করেছে ভারতের পানজিপাড়া গ্রামে। চোষপাড়া সীমান্ত দিয়ে অবৈধপথে শ্বশুড়বাড়িতে যাতায়াত করত। বৃহস্পতিবার ভোরে রাতে বিএসএফ’র গুলিতে মারা গেলে তার লাশ তুলে নিয়ে যায় বিএসএফ।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের  জানান, ‘বৃহস্পতিবার অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে বিএসএফ’র গুলিতে নিহত হন জয়নাল। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি