ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা প্রতিরোধে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:১৫, ২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা প্রতিরোধে সচেতনতার পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নড়াইলের এক ইউপি চেয়ারম্যান। 

ভাইরাসটি মোকাবিলায় জেলা সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পলাশ মোল্যার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে দেড় হাজার অসহায় মানুষের হাতে তুলে দেয়া হচ্ছে ১০ কেজি করে চাল। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদে প্রথমে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের জানান, ‘বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ থেকে রেহাই পেতে জনসচেতনতার পাশাপাশি আল্লাহর কাছে পরিত্রান চাওয়ার বিকল্প নেই। এ লক্ষ্যে ইউনিয়নের প্রায় প্রতিটি মসজিদে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারিভাবে কর্মহীন মানুষকে চাল দেয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের দেড় হাজার অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল দেয়ার কাজ শুরু করেছি।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি