কচুয়ায় ২৪৭ ভিক্ষুক পেল খাদ্য খাদ্য সহায়তা
প্রকাশিত : ১৫:৩১, ২ এপ্রিল ২০২০
বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে ভিক্ষুকদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ২৪৭ ভিক্ষুকের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম। এতে রয়েছে- চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, লবণ ও সাবান।
ভিক্ষুকরা জানান, ‘দেশে জরুরি অবস্থার কারণে কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হতে পারছি না। খেয়ে না খেয়ে দিন যাচ্ছিল। সকালে স্যারেরা চাল, ডালসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে গেছেন। এতে কয়েকদিন ভালভাবে চলবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন দুর্যোগে সব থেকে বেশি সমস্যায় পড়ে এসব হতদরিদ্র মানুষরা। তা বিবেচনায় সরকার নিম্ন আয়ের মানুষদেরকে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জোগান দিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।’
এআই/
আরও পড়ুন