ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে তৃতীয় লিঙ্গের মানুষদের খাদ্য সহায়তা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৪, ২ এপ্রিল ২০২০

নিজ বাসভবনের সামনে হিজড়াদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন এমপি শিমুল

নিজ বাসভবনের সামনে হিজড়াদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন এমপি শিমুল

নাটোরে তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) ২০ জনকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। বৃহষ্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনের সামনে তাদের হাতে এ সহায়তা তুলে দেন।

বিষয়টি নিয়ে সংসদ সদস্যের একান্ত সচিব এস এম আকরামুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের সহযোগিতার্থে ২০ জনের প্রতিজনকে নগদ ৫০০ টাকা, চাল, ডাল, তেল ও আলুসহ খাদ্য সামগ্রী প্রদান করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

এছাড়া, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর বাজারের বিভিন্ন চা-দোকানদার, রিক্সা চালক, নলডাঙ্গা পৌরসভার সোনাপাতিল, হলুদঘর এলাকায় দরিদ্র, অসহায় ও দিনমুজুর পরিবারগুলোকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সাংসদ শিমুল।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি