ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিনা কারণে ঘোরাফেরা, ৮ জনকে অর্থদণ্ড

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৭, ২ এপ্রিল ২০২০

করোনা পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টিতে মাঠে এসিল্যান্ড তাহমিনা আক্তার

করোনা পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টিতে মাঠে এসিল্যান্ড তাহমিনা আক্তার

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি আইন অম্যান্য করে দলবদ্ধভাবে রাস্তায় ঘোরাফেরা করায় ও জনসমাগম করে চায়ের দোকান খোলা রাখার কারণে ৮ জনকে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার সময় তাদের এ অর্থদণ্ড দেয়া হয়।

জানা গেছে, সেনাবাহীনির একটি দল ও পুলিশের সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসমাগম না করতে এবং বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি না করতে সাধারণ মানুষকে সচেতনতামূলক দিক নির্দেশনা দিচ্ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। 

এ সময় উপজেলার বুড়িশ্বর ও গোকর্ণ ইউনিয়নে সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে রাস্তায় ঘোরাফেরার কারণে ৭ যুবককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

অপরদিকে জনসমাগম করে চা বিক্রি ও দোকানে আড্ডা দেয়ার অভিযোগে এক চা বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। 

নির্বাহী মেজিস্ট্রট ও এসিল্যান্ড তাহমিনা আক্তার জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১)(খ) লংঘনের দায়ে ৮ জনকে একই আইনের ২৫(২) অনুসারে সর্বমোট আট হাজার (৮০০০/-) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় সেনা বাহীনি ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি