ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে সাংবাদিকদের পিপিই প্রদান 

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশিত : ২৩:৫৪, ২ এপ্রিল ২০২০

সরাইলের কৃতি সন্তান,ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেলের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর পক্ষ থেকে সরাইলের সাংবাদিকদের পিপিই প্রদান করা হয়। 

সাংবাদিকরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে সমাজের বিভিন্ন চলমান ঘটনা দেশবাসির কাছে তোলে ধরেন। তাই গণমাধ্যম কর্মীদের ঝুঁকিমুক্ত থাকতে আজ সন্ধ্যায় সরাইলে কয়েকজন সাংবাদিকের হাতে ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর পক্ষে ছোট ভাই একুশে টেলিভিশন অনলাইন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি সাংবাদিক নারায়ন চক্রবর্ত্তী  পিপিই তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর সরাইল উপজেলা প্রতিনিধি বদর উদ্দিন বদু, সিনিয়র সাংবাদিক মোহনা টেলিভিশনের সরাইল উপজেলা প্রতিনিধি শফিকুর রহমান, সিনিয়র সাংবাদিক দৈনিক মানবজমিনের সরাইল উপজেলা প্রতিনিধি মাহবুব খান বাবুল, এবং দৈনিক আমাদের সময় সরাইল উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আলমগীর মিয়া।  

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি