ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শিক্ষকের অসহায়ত্বে এগিয়ে আসলেন জেলা প্রশাসক

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৫৬, ৩ এপ্রিল ২০২০

করোনা প্রতিরোধে দেশব্যাপী বন্ধ রয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এতে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকগুণ বেতন পেলেও কর্মহীনদের ন্যায় অসহায় অবস্থায় বেসরকারি স্কুল-মাদ্রাসার শিক্ষকগণ। 

করোনার প্রভাবে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন বরগুনার ডিকেপি রোডের বাবে জান্নাত মাদ্রাসার একজন শিক্ষক। চাকরি আর টিউশনিতে নির্ভরশীল তার পরিবার। কিন্তু করোনার প্রভাবে অনেকটা লকডাউন অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন ওই শিক্ষক। 

নিরুপায় হয়ে তিনি মুঠোফোনের ক্ষুদে বার্তায় নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে। শিক্ষকের এমন করুণাবস্থায় সাড়া দিতে দেরি করেননি ডিসি মোস্তাইন বিল্লাহ। 

বার্তা পেয়েই চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান এবং শিশু সন্তানের দুধ কেনার জন্য নগদ অর্থ পাঠিয়ে দেন শিক্ষকের ডিকেপি রোডের বাসায়। 

জেলা প্রশাসকের নির্দেশানুসারে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে আরডিসি আসাদুজ্জামান এসব খাদ্যসামগ্রী জেলা প্রশাসকের পক্ষ থেকে ওই তার হাতে তুলেন। জেলা প্রশাসকের এমন মহতি উদ্যোগে কৃতজ্ঞাতা জানান ওই শিক্ষক। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি