ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে আইসলোশনে নারী, কোয়ারেন্টাইনে ৮৮

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৬, ৩ এপ্রিল ২০২০

গাজীপুরে অজ্ঞাত পরিচয় এক নারীকে আইসোলেশনে নেয়া হয়েছে। নগরের ভাওরাইদ এলাকার ওই নারী সর্দি, শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ভুগছিলেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে স্থানীয়দের খবরে ওই নারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসলোশনে নেয় পুলিশ। 

তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পরীক্ষার পর তিনি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ২৬ বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২১৩ জনকে এ ব্যবস্থায় আনা হয়। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১২৫ জনকে। ফলে, বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৮ জন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি