ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে হতদরিদ্রদের পাশে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৮, ৩ এপ্রিল ২০২০

করোনার প্রভাবে বিপাকে মৌলভীবাজারের হাজারো হতদরিদ্র। তাদের পাশে দাঁড়িয়েছে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা। 

গত এক সপ্তাহ জেলার গ্রামে গ্রামে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। এতে রয়েছে- চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ঔষধসহ অনান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য।

সংস্থাটির সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন সাংবাদিকদের জানান, ‘সংগঠনের অধিকাংশ সদস্যই প্রবাসী। দেশে ফিরে গৃহবন্দি থাকা অবস্থায়ও তারা কর্মহীন অস্বচ্ছলদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। ইতিমধ্যে এ প্রতিষ্ঠান র‌্যাব, পুলিশ ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের মাধ্যমে অন্তত ১ হাজার ২শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি