ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাসিরনগরে শিলা বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ৩ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিলা বৃষ্টিতে আমের মুকুল ও উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বেশ কিছু গাছপালা ভেঙ্গে যায়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর, কুন্ডা, ভলাকুট, গোকর্ণ, পূর্বভাগ, হরিপুর, বুড়িশ্বর, গোয়ালনগর ও চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে ফসলের বেশ ক্ষয়-ক্ষতি সাধিত হয়।

উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা প্রবীর দেব ও সামসুজ্জামান চৌধুরী সুমন বলেন, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে আকাশ অন্ধকার করে পুরো এলাকায় ভূতুরে পরিবেশের সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরেই শুরু হয় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া। দুই ঘন্টা ধরে চলা শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিভিন্ন ইউনিয়নের আমের মুকুল, বোরো ধান, সবজি বাগানসহ উঠতি ফসলের ক্ষতি হয়।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার বলেন, নাসিরনগরে ঝড় ও শিলা বৃষ্টির কারনে ৩৪০ হেক্টর বরো ধান, ১৫ হেক্টর আম ও ৫ হেক্টর ভূট্টার জমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে আরও দুয়েকদিন সময় লাগবে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি