ব্রাহ্মণবাড়িয়ায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব
প্রকাশিত : ১৭:২০, ৩ এপ্রিল ২০২০
সামাজিক দূরত্ব মানার লক্ষণ নেই ব্রাহ্মনবাড়িয়ায়। ত্রাণ বিতরণ করতে গেলেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। এতে ঘটছে নানা বিপত্তি। শুক্রবার সকালে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণের কথা ছিল। কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রাখায় শেষমেষ খাদ্য সহায়তা না দিয়েই ফেরত যেতে হয় জেলা প্রশাসক হায়াদ উদ-দোলা খাঁনকে।
এর আগে শহরতলীর ভাদুঘর ঋষিপাড়া, জেলে পরিবার, হিজড়া সম্পদায় ও নিম্নবিত্ত ৫ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেয়া হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআই/আরকে//
আরও পড়ুন