ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৯, ৩ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তানজিনা আক্তার তোফা (২০) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার পৌরশহরের দেবগ্রাম তার শোয়ার ঘর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। তানজিনা আক্তার দেবগ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার মেয়ে। সে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। 

তানজিনার মা জোসনা বেগম জানান, তার মেয়ে রাতের কোন এক সময় নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে উঠে তানজিনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সাথে সাথে পুলিশকে খবর দেয় হয়। 

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী ঘটনার সম্পর্কে নিশ্চিত হয়ে জানান, তানজিনা নামে একটি মেয়ের অপমৃত্যুর হয়েছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটির মরদেহ উদ্ধার করেন।  ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি