ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় নির্দেশনা অমান্য করায় জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৫, ৪ এপ্রিল ২০২০

চুয়াডাঙ্গার সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় ফার্মেসি ও মাছ ব্যবসায়ীসহ ২২ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) আলমডাঙ্গা উপজেলায় দিনভর বিভিন্ন স্থান ঘুরে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এর মধ্যে ৬ ফার্মেসিকে ১০ হাজার, মাছ ব্যবসায়ীকে ৩ হাজার এবং ১৫ ব্যক্তিকে সাড়ে ৪ হাজারসহ মোট ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  হুমায়ন কবীর। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, ‘সামাজিক দূরত্ব নিশ্চিতে সরকারের দেয়া নির্দেশ অনুযায়ী উপজেলা প্রশাসন, পুলিশ ও  সেনাবাহিনী মাঠে কাজ করছে। তারপরও সরকারি নির্দেশনা মানা হচ্ছে না। তাই, তাদের জরিমানা করা হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি