ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে কোয়ারেন্টাইন মুক্ত আরও ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৫৭, ৪ এপ্রিল ২০২০

গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে নতুন কাউকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়নি। উল্টো নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করায় আরও ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, উল্লাপাড়ায় ৬, বেলকুচিতে ৪, তাড়াশে ৩, রায়গঞ্জে ও চৌহালীতে ১ জন করে মোট ১৫ জনকে কোয়ারেন্টাইন মুক্ত ঘোষণা করা হয়। 

গত ১৯ মার্চ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত জেলায় বিদেশফেরত মোট ৫৮৯ জনকে বিশেষ ব্যবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়। এদের মধ্যে আজ শনিবার সকাল পর্যন্ত ৫০২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এতে করে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৯ জন।  

এদিকে দুই দফায় ৮ জনের করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে প্রথমে প্রেরণ করা ২ জনের করোনা শনাক্ত হয়নি। বাকিদের এখনো প্রতিবেদন পাওয়া যায়নি বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি