ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে ৩ হাজার অসহায় পরিবারে খাদ্য সহায়তা

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:১৭, ৪ এপ্রিল ২০২০

পরিমাণ নয় সবার সহযোগিতায় গৃহবন্দি অসহায়দের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি। 

প্রায় ৫০০ নেতাকর্মীর আর্থিক সহযোগিতায় জেলার ৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল এবং ১ কেজি তেল, আলু, ডাল, লবণ ও একটি সাবান দেয়া হয়। 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলা খাদ্যগুদাম চত্বর থেকে এসব খাদ্যসামগ্রী বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়া হয়। নিজস্ব পরিবহন খরচ দিয়ে যার যার এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দেন এমপি। 
 
কবিরুল হক মুক্তি সাংবাদিকদের জানান, ‘আমার এবং নেতাকর্মীদের আর্থিক সহযোগিতায় নির্বাচনী এলাকার কর্মহীন অসহায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। সবার সহযোগিতায় চলমান সংকট মোকাবিলা সম্ভব। প্রয়োজনে আরও খাদ্য সহায়তা দেয়া হবে।’ 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি