ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘ডালভাত’ প্রজেক্টের আওতায় শতাধিক পরিবার

আইআইইউসি সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:৪৮, ৪ এপ্রিল ২০২০

করোনায় চলমান পরিস্থিতিতে কর্মহীন দিনমজুরদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর একজন শিক্ষক।  

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক তাহের সেলিমের সমন্বয় ও তত্ত্বাধানে গড়া ‘ডালভাত’ প্রজেক্টের মাধ্যমে শতাধিক অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

এই প্রজেক্টের আওতায় চকবাজার, হালিশহর ও ফিরোজশাহ কলোনি এলাকাগুলোয় প্রথমপর্বে ১০৪টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
 
উল্লেখ্য, গত ২৩ মার্চ  ‘ডালভাত’ নামক ফেইসবুক ভিত্তিক সংগঠনটি আত্মপ্রকাশ করে। এর সাথে একাত্ম হয়ে কাজ করছেন ইস্ট ডেল্টা, প্রিমিয়ার, বিজিসি ট্রাস্ট ও কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের কয়েকজন শিক্ষক। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি