ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নির্দেশনা অমান্য করায় ঠাকুরগাঁওয়ে বাস চালকসহ আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ১৬:২২, ৪ এপ্রিল ২০২০

সরকারি নির্দেশনা অমান্য করে গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে ঠাকুরগাঁওয়ে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বাস চালক আব্দুল্লাহ (২৬) ও কাউন্টার মাস্টার পারভেজ (২৭)। 

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ী কেবি ফিলিং স্টেশনের সামনে থেকে বাসটি আটক করা হয় বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। 

জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে মৌমিতা পরিবহন নামের একটি বাস খোচাবাড়ী কেবি ফিলিং স্টেশনের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। 

আটককৃত বাস চালক আব্দুল্লাহ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে ও পারভেজ একই এলাকার কামাল হোসেনের ছেলে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন একমাসের কারাদণ্ড দেন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি