ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় ভ্রাম্যমান আদালতে ১৯ জনের জরিমানা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: 

প্রকাশিত : ২৩:৩১, ৪ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় সরকারি আদেশ অমান্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৯ জন ব্যক্তিকে ১৪ হাজার ৪'শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৪ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত শার্শা উপজেলার রামপুর, জামতলা, সাতমাইল, বাগআঁচড়া, বসতপুর, সেতাই, আমলাই ও গোগাবাজারে  অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। 

তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ভিড় না করা এবং সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য সকল ব্যবসায়ী, সাধারণ মানুষ, ইজিবাইক ও মোটর সাইকেল চালককে বোঝানো স্বত্বেও তারা আইন অমান্য করে একই কাজ বারবার করায় তাদের এ জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলবে এবং সবাইকে তিনি সরকারি আইন মেনে চলার আহবান জানান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি