ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

জ্বর ও গলাব্যাথা নিয়ে মাদারীপুরে একজনের মৃত্যু 

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০০, ৫ এপ্রিল ২০২০

মাদারীপুরে জ্বর ও গলাব্যাথা নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ১২টার দিকে মারা যান তিনি। 

মৃত ওই ব্যক্তির নাম আবদুস সালাম ফকির (৪৮)। তিনি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের সদর আলী ফকিরের ছেলে।

কয়ারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম জানান, ‘রাত ৩টার দিকে কালকিনি থানার ওসির ফোন পেয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি, বিকেলে তিনি বাড়ির পাশে দোকান ছিলেন। সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়িতে আসলে শরীরে জ্বর শুরু হয় ও গলা ফুলে যায়। এসময় তারা স্থানীয় একজন চিকিৎসকে ডেকে আনলে তিনি কিছু ওষুধ দেন। পরবর্তীতে রাত ১২টার দিকে সালাম ফকির মারা যান।’

কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাকিদের জানান, ‘আজ রোববার সকালে কালকিনি থানার একটি টিম মৃত ওই ব্যক্তির বাড়িতে গিয়েছে। কি কারণে তিনি মারা গেছেন তা চিকিৎসকরা বলতে পারবেন।’
 
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, ‘মৃত্যুর খবর পেয়েছি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।’ 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি