ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীনদের পাশে ‘আলোর পথে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ৫ এপ্রিল ২০২০

করোনার প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবন্দি মানুষের জন্য এগিয়ে এলো সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘আলোর পথে’। সংগঠনটির উদ্যোগে কর্মহীন হয়ে পরা প্রায় ১৫০ জনের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। 

আজ রোববার সকালে শহরের দক্ষিণ মৌড়াইলে খ্রীষ্টান মিশন প্রাইমারি স্কুল মাঠে ৩০ জনকে খাদ্যসামগ্রী দেয়া হয়। 

পরে সদর উপজেলাসহ কয়েকটি গ্রামে আরও ১২০ জনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। এতে রয়েছে তিন কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, দুটি সাবান ও একটি মাস্ক।

সংগঠনটির সভাপতি শহরের বিশিষ্ট দন্ত চিকিৎসক নুরুল হুদা পাভেলের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি