ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনার উপসর্গ নিয়ে কুমিল্লায় একজনের মৃত্যু 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ৫ এপ্রিল ২০২০

লকডাউনের ৯ ঘণ্টা পর কুমিল্লায় করোনার উপসর্গ (জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ৮টায় দাউদকান্দির মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলেখ খান (৫৫) পেশায় কৃষক ছিলেন। এর আগে শনিবার রাত ১১টার তার পরিবারসহ পাশ্ববর্তী ৭টি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়।

দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম সুমন জানান, ‘ওই ব্যক্তি কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জ্বর, সর্দি এবং কাশিজনিত সমস্যার চিকিৎসা নিয়ে যান। শনিবার পূর্বের সমস্যাগুলোর সাথে শ্বাসকষ্ট শুরু হওয়ায় স্বজনরা যোগাযোগ করলে চিকিৎসকরা তার বাড়িতে গিয়ে অসুস্থতার লক্ষণকে করোনা ভাইরাস সন্দেহে করেন। পরে  উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে পরিবারসহ একটি বাড়ির ৭টি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়।’ 

তিনি জানান, ‘রোববার সকালে তার নমুনা সংগ্রহ করে সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইডিসিআর) পাঠানোর সিদ্ধান্ত ছিল। এর মধ্যেই তিনি মারা যান।’

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘মারা যাওয়ার আগে ওই ব্যক্তির শরীরে করোনার লক্ষণ থাকায় স্বাস্থ্য কর্মকর্তারা নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠাবে। প্রতিবেদন পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি