ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইন মুক্ত আরও ১৪ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ৫ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে আরও ১৪ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর মধ্যে কামারখন্দের ৫, কাজিপুরের ৪, তাড়াশের ৩ ও বেলকুচি উপজেলার ২ জন।

অন্যদিকে, এসময় আরও চার বিদেশফেরতকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। চারজনের মধ্যে দু’জনের বাড়ি কাজিপুরে। অপররা কামারখন্দের। 

গত ১৯ মার্চ থেকে আজ রোববার পর্যন্ত জেলায় বিদেশফেরত মোট ৫৯৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে ৫১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়। ফলে বর্তমানে এ ব্যবস্থায় বর্তমানে ৭৭ জন পর্যবেক্ষণে রয়েছেন বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।  

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি