ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনারগাঁয়ে ঠাণ্ডা-জ্বরে এক ব্যক্তির মৃত্যু, এলাকায় আতঙ্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ৫ এপ্রিল ২০২০

সোনারগাঁ ম্যাপ

সোনারগাঁ ম্যাপ

Ekushey Television Ltd.

সোনারগাঁয়ের কাঁচপুরে ঠাণ্ডা, জ্বরে অসুস্থ হয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়, করোনা আতঙ্কে দূরে সরে গেছে সবাই।  

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার বাড়িওয়ালার নাম সোহেল মিয়া বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি জ্বর-স‌র্দি নিয়েই সেনপাড়া মসজিদে নামাজ আদায় করতেন। এলাকার অনেকে তাকে ওই অবস্থায় চলাফেরা করতেও বাঁধা দেয়। এরই মধ্যে সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর পর বিভিন্ন স্থানে পরিবারের লোকজন ফোন করলেও কেউ সামনে আসছেন না।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, ওই ব্যক্তির মৃত্যুর আগে সর্দি কাশি ছিল বলে শুনেছি। লোকজন পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ওই ব্যক্তির ৫ বছর ধরে নিউমোনিয়া আক্রান্ত ছিল। বার্ধক্যজনিত কারণে মারা যায় সে। তাই ওই এলাকা লকডাউনের প্রয়োজন নেই।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি