ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে র‌্যাবের টহল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৩, ৫ এপ্রিল ২০২০

বাগেরহাটে নভেল করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) সদস্যরা টহল দিয়েছে। 

রবিবার সকালে র‌্যাব-৬ এর পক্ষ থেকে বাগেরহাটের প্রধান প্রধান সড়কে এই টহলের মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে কার্যক্রম পরিচালনা করা হয়। 

এসময় সাধারণ মানুষকে সচেতন করতে জনবহুল স্থানে গাড়ি থামিয়ে র‌্যাব সদস্যরা মাইকিং করেন। সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সরকারের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেন তারা। কোথাও একাধিক মানুষ এক সঙ্গে জড়ো না হওয়ার জন্য আহবান জানান তারা। কাজ ছাড়া রাস্তায় বের হওয়া মানুষদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন র‌্যাব সদস্যরা।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি