ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশাল ভ্রাম্যমান আদালত, জরিমানা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩১, ৫ এপ্রিল ২০২০

বরিশালে জনসমাগম প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে আজ বরিশাল মহানগরীর চৌমাথা, নথুল্লাবাদ, কাশীপুর, সদর রোড ও ত্রিশ গোডাউন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে। 

এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতার লক্ষে বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। 

সামাজিক দূরত্ব না মেনে ভাড়ায়  বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনের দায়ে  দুইজন মোটরসাইকেল চালককে মোট ৩৫০ টাকা জরিমানা করা হয়। নগরীর সদর রোডের মোহনা ডিপার্টমেন্ট স্টোরের ভেতরে ১৫-২০ জন গাদাগাদি করে পণ্য বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়
বরিশাল।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি