ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগান-কার্তুজসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৫, ৫ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাইপগান ও ৫টি কার্তুজসহ মোঃ মোজাম্মেল হক (২৪) ও আসিফ (১৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

রোববার ভোরে পৌর এলাকার কান্দিপাড়া পাওয়ার হাউজ রোড থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের সামসু মিয়ার ছেলে এবং আসিফ একই এলাকার হারুন অর রশিদের ছেলে। 

রোববার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতত্বে র‌্যাব সদস্যরা রোববার ভোর সাড়ে ৫টার দিকে পৌর এলাকার কান্দিপাড়া পাওয়ার হাউজ রোডের মা জেনারেল ষ্টোরের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের শরীর তল্লাসী করে ১টি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি