ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় দোকান মালিক কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৯, ৫ এপ্রিল ২০২০

চুয়াডাঙ্গায় বন্ধ থাকা নিম্ন আয়ের ৮৫ জন সেলুনের দোকান মালিক-কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার রাতে শহরের চুয়াডাঙ্গা রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় চত্বরে সেলুনের দোকান মালিক কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
 
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি বৃন্দ।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন। এজন্য এই দুর্যোগে যাদের আয় রোজগার বন্ধ রয়েছে এই সকল মানুষের জন্য সরকারের এই উদ্যোগ। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি