ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টেলিফোনে করোনা বিষয়ক পরামর্শ  দিবে‘গ্লোবাল কেয়ার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ৫ এপ্রিল ২০২০

সারা পৃথিবী  এক ভয়াল , প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত, মানুষ  ভীত সন্ত্রস্ত , অসহায় , সাহায্যর মুখাপেক্ষী।  বাংলাদেশেও এই  ভাইরাস আঘাত হেনেছে। দেশের মানুষ আতংকিত,আর ঝুকির মুখে। তাই দেশ ও মানুষের সেবায় "গ্লোবাল কেয়ার"নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একদল বিশেষজ্ঞ চিকিৎসক জরুরী স্বাস্থ্যসেবার উপদেশ ও প্রয়োজনীয় চিকিৎসা  দিতে Corona Care, BD Team নামে চালু  করেছে জরুরি টেলিমেডিসিন সেবা। এই সেবা  চালু  আপনার জন্য।  খোলা আছে রাত দিন ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন ১২ মাস। 

করোনা ভাইরাস এখন সারাবিশ্বে মহামারীর রুপ নিয়েছে । এই অবস্থায় ঘরে থাকাই হতে পারে আপনার একমাত্র প্রতিষেধক। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ায় সবচেয়ে উত্তম বলে বিশেষজ্ঞগণ প্রতিনিয়ত বলে যাচ্ছেন ।

ঘরে থাকাকালীন করোনা সংক্রমনের উপসর্গ যেমন হাচিঁ , কাশি , সর্দি , জ্বর অথবা যেকোনো স্বাস্থ্যগত সমস্যার জন্য আমাদের হটলাইনে যোগাযোগ করুন । অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন ২৪ ঘন্টা , সম্পূর্ণ বিনামূল্যে।তাই আতঙ্কিত না হয়ে ঘরে থাকুন , সুস্থ থাকুন ।

এছাড়াও ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য জরুরি পিপিই, মাস্ক বিতরণ আর দুর্গত ও সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ ত্রাণ সেবা নিয়ে Corona Care, BD Team আছে আপনার পাশেই। 

উদ্যোক্তাদের একজন প্রকৌশলী কামরুল ইসলাম ভূঁইয়া জানান, চিকিৎসক এবং বিভিন্ন পেশার ব্যক্তিরা মিলে এ উদ্যোগ নিয়েছেন। তাদের মধ্যে ডাক্তাররা দিচ্ছেন টেলিমেডিসিন সেবা। আর অন্যরা দিচ্ছেন নানা রকম সহায়তা।

হটলাইন : ০৯৬৩৮-২০০৬০০ ( ২৪ ঘন্টা , ফ্রী)
web.facebook.com/ccbdteam/

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি