ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ৮ কোটি টাকা মূল্যের প্রত্নতত্ত্ব পাত্র উদ্ধার 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৬, ৫ এপ্রিল ২০২০

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২'শ বছরের আগের প্রাচীন বেল মেটালের একটি পাত্র উদ্ধার করেছে র‌্যাব। 

রোববার দুপুরে ওই এলাকার জনৈক গৌর চৌধুরী ও মো. সোহেল নামে দুই ব্যক্তির নিকট রক্ষিত ওই পাত্রটি উদ্ধার করে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।

র‌্যাব কর্মকর্তা মোহাইমেনুর রশিদ জানান, ১৮ শতকের আগের সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন বেল মেটালটি পুকুর খনন করার সময় পাওয়া যায়। পরে তাদের নিকট পাত্রটি হেফাজতে রাখে। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে পাত্রটি উদ্ধার করা হয়। তিনি জানান প্রায় তিন কেজি ওজনের ওই পাত্রটির মূল্য প্রায় ৮ কোটি টাকা।

এদিকে ওইদিন বিকেলে সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন বেল মেটালটি পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার ও থানার অফিসার ইনচার্জ পরিমল চক্রবর্তীর উপস্থিতিতে নওগাঁর পাহারপুর বৌদ্ধ বিহারের যাদুঘরের কাষ্টডিয়ান ও প্রত্নতত্ত্ব বিভাগের নওগাঁ আঞ্চলিক সহকারী পরিচালক মো. সাইদ ইনাম তানভিরুল এর নিকট হস্তান্তর করা হয়েছে।

কেআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি