ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শেরপুরে ২ নারীর শরীরে করোনা ‘পজিটিভ’ পাওয়া গেছে

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৯, ৫ এপ্রিল ২০২০ | আপডেট: ২২:৪০, ৫ এপ্রিল ২০২০

শেরপুরে শ্রীবরদী ও সদর উপজেলায় প্রথম দুই নারী করোনা রোগী শনাক্ত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ওই দুই নারীর নমুনা পরীক্ষার ফলাফলে কভিড-১৯ ‘পজিটিভ’ রিপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ। 

করোনা ভাইরাস আক্রান্ত ওই দুই রোগীর একজন শ্রীবরদী পৌর শহরের শ্রীবরদীর সাতানি এলাকার বাসিন্দা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া হিসেবে কর্মরত। এছাড়াও তিনি শ্রীবরদী বাজারের নিভির ডায়াগনোষ্টিক স্টোরে কাজ করতেন।

অন্যজন হলেন, শেরপুর সদরের লছমনপুর এলাকার বাসিন্দা একজন গৃহবধু। করোনা আক্রান্ত ওই দুই নারীকে রাতেই জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। এ ঘটনায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ২০টি বাড়ি এবং আশপাশের এলাকা শেরপুরের ওই নারীর বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ বলেন, করোনা পরীক্ষার জন্য জেলা থেকে ৫টি নমুনা সংগ্রহ করে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছিলো। তারমধ্যে রোববার বিকেলে জানানো হয়েছে দুইজনের নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি