ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৫, ৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রার্দুভাব যখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ঠিক সেই সময়টাতে সাংবাদিকদের পেশাটাকে ঝুকিঁপূর্ণ মনে করেই সুনামগঞ্জের ২৭টি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সুরক্ষায় এবং তাদের নিরাপত্তা বিধানে বাংলাদেশে এই প্রথম মফস্বল এলাকা হিসেবে পিপিই (ড্রেস,হেন্ড ক্লোলজ ও মাস্ক) দিলেন আওয়ামী লীগ নেতা মো. জিয়াউল হক। 

রোববার দুপুর ১২টায় শহরের  মুক্তারপাড়া জিয়াউল হকের নিজ অফিস কক্ষে সকল টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী মো. জিয়াউল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বিজন সেন রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি মোঃ এমরানুল হক চৌধুরী, এনটিভির প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী। 

এছাড়াও উপস্থিত ছিলেন, বিজয় টিভির প্রতিনিধি অরুণ চক্রবর্তী, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দীপ্ত টিভির প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক ও একুশে টিভির প্রতিনিধি মো.আব্দুস সালাম, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি মো. বুরহান উদ্দিন, বাংলাভিশনের প্রতিনিধি মাছুম হেলাল, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো. জাকির হোসেন, যমুনা টিভির প্রতিধি মাহমুদুর রহমান তারেক, চ্যানেল এস এর ফুয়াদ মণি, এশিয়ান টিভির প্রতিনিধি রাজন মাহবুব, বাংলা টিভির প্রতিনিধি শাহারিয়ার সুমন প্রমুখ। 

কেআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি