ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ১৭৯০ 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৫, ৬ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে নতুন করে ৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।

এ নিয়ে আজ সোমবার সকাল পর্যন্ত মোট কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা ১ হাজার ৭৯০ জন। এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৬৯৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান সাংবাদিকদের জানান, ‘করোনা সন্দেহে বর্তমানে এ জেলায় আইসোলেশনে রয়েছেন ৩ জন। ১২টি উপজেলা থেকে ৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষায় ২২ জনের নেগেটিভ এসেছে। বাকি ৮ জনের ফলাফল এখনো আসেনি।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি