ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে নারী পুলিশকে কুপিয়ে হত্যাচেষ্টা 

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১৪, ৬ এপ্রিল ২০২০

মাদারীপুরে পুলিশের পিএসআই অনিমা বাড়ৈকে কুপিয়ে হত্যারচেষ্টার ঘটনা ঘটেছে।  রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড়ের পৌর শিশুপার্কের পাশে এ ঘটনা ঘটে। 

আহত অনিমা সদর মডেল থানার প্রশিক্ষণকালীন উপ-পরিদর্শক (পিএসআই)। ঘাতক রনবীরের বাড়ি বগুড়া জেলায়, তিনি ঢাকায় থাকেন বলে পুলিশ জানিয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, ‘সদর মডেল থানায় ডিউটি শেষে রোববার সন্ধ্যার পর বের হন অনিমা। পরে রিকশায় করে তার কথিত প্রেমিক রনবীরের সাথে শহরের বিভিন্ন এলাকায় একত্রে ঘুরে বেড়ান। রাত সাড়ে ১১টার দিকে অনিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রনবীর। অনিমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যান ওই যুবক।’

তিনি জানান, ‘পরে গুরুতর অবস্থায় অনিমাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তৃব্যরত চিকিৎসক। এদিকে ঘাতক রনবীরকে ধরতে চেষ্টা চলছে।’

এআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি