ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে ট্রাকশ্রমিকদের পাশে দাঁড়ালেন এক আ’লীগ নেতা  

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৬, ৬ এপ্রিল ২০২০

নড়াইলের লোহাগড়া উপজেলার ট্রাকশ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ বোরহান উদ্দিন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে লোহাগড়া ফিলিং স্টেশন চত্বরে ১০০ ট্রাক চালক ও তাদের সহযোগীদের (হেলপার) খাদ্যসামগ্রী তুলে দেন। করোনাভাইরাসের এই কঠিন সময়ে কর্মহীন ট্রাকশ্রমিকেরা খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন। খাদ্যসামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল ও পেঁয়াজ এবং এক লিটার তেল রয়েছে। 

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন বলেন, আমার সাধ্যমত ট্রাকশ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের বিত্তবানদেরও উচিত এই কঠিন মুহূর্তে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো। 

এর আগে গত দু’দিন ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ৩০০ বাড়িতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন আওয়ামী লীগ নেতা সৈয়দ বোরহান উদ্দিন। 

এছাড়া কোলা সরদারপাড়া মিরবাড়ি জামে করোনার দুর্যোগ কাটিয়ে উঠার জন্য এলাকার মুসল্লিদের সাথে নিয়ে দোয়া মোনাজাত করেন তিনি। এদিকে বিভিন্ন পেশার মানুষের মাঝে ৪০০ মাস্ক বিতরণ করেছেন। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি