ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফন-জানাযার জন্য কমিটি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৫, ৬ এপ্রিল ২০২০ | আপডেট: ১৭:৪৮, ৬ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসে সংক্রমণে মৃত ব্যক্তির দাফন-কাফন-জানাযা নিরাপদে সম্পন্ন করার জন্য গঠিত উপজেলা কমিটির সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুর নবী, উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মুখলেছুর রহমান প্রমূখ। 

মতবিনিমিয় শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে করোনা ভাইরাসে মৃতদের দাফন-কাফন-জানাযার জন্য গঠিত সকল সদস্যদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি