ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৩, ৬ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর  উপসর্গ  জ্বর, সর্র্দি-কাশি ও বমিতে আক্রান্ত হয়ে জিহাদুল ইসলাম জিহাদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তবে তার পরিবার বলছে সে দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত ছিলো। পাঁচ দিন আগে সে ঢাকা থেকে বাড়িতে আসে। এরপর থেকেই এসব উপসর্গে আক্রান্ত হয়। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে বগুড়া নেওয়ার পথে সে তাঁর মৃত্যু হয়।
 

বিষয়টি তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন মিয়া নিশ্চিত করে জানান, জিহাদ উপজেলার সরাপপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মৃত্যুর পর তার লাশ বাড়িতে নিয়ে আসলে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তার শরীর থেকে নমূনা সংগ্রহ করেছে। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি