ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সড়কের ওপরেই প্রাণ গেল রিকশাচালকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ৬ এপ্রিল ২০২০

খারাপ লাগছে বলেই রাস্তায় লুটিয়ে পড়েন এই ব্যক্তি

খারাপ লাগছে বলেই রাস্তায় লুটিয়ে পড়েন এই ব্যক্তি

Ekushey Television Ltd.

বন্দর নগরী চট্টগ্রামের সড়কের ওপরেই প্রাণ গেল পঞ্চাশোর্ধ্ব এক রিকশাচালকের। সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে নগরের চকবাজার থানাধীন অলি খাঁ মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা রিকশা চালিয়ে অলি খাঁ মসজিদ মোড়ে এসে হঠাৎ খারাপ লাগছে বলেই রাস্তায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। পরে থানায় খবর দেয়া হয়। এসময় মৃত ব্যক্তির পাশে কিছু টাকা-পয়সা পড়ে ছিল।

এ বিষয়ে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজ উদ্দীন চৌধুরী জানান, অলি খাঁ মসজিদের সামনে ওই রিকশাচালক পড়েছিলেন। পরে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার মৃত্যু হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি