ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুর সড়কে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৬, ৭ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা মোকাবিলায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনী। 

ঢাকামুখী পরিবহনগুলোকে প্রতিটি চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট কারণ বলতে না পারলে পরিবহনগুলো চলাচলে বাধা দেয়া হচ্ছে।  

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতে ওষুদের দোকান ছাড়া বাকি সকলপ্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ১২টার পর থেকে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সালনা হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছেন, ‘কোন অবস্থাতেই মহাসড়কে যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া সকল প্রকার যানবাহনকে আটকে দেয়া হচ্ছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি