ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাবনায় দু’টি বাড়িতে বোমা সাদৃশ্য বস্তু, আতঙ্কে এলাকাবাসী

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১৯, ৭ এপ্রিল ২০২০

পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়াড় বাঘইল গ্রামে পাশাপাশি দু’টি বাড়িতে বড় আকারের বোমা সাদৃশ্য বস্ত রেখে গেছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে বস্তুগুলি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে পুলিশ, র‌্যাব এবং ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল ঘিরে রেখেছে। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, ‘পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল হাজিপাড়ায় শফিকুল ইসলাম ও আব্দুল গাফফার প্রামাণিকের বাড়ির সামনে বোমা স্থাপনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এর সত্যতা পায়। সেখানে, ইলেকট্রিক মোটা তারে সংযুক্ত বেশ বড় আকারের দু’টি বোমা সাদৃশ্য বস্তু কাছাকাছি রাখা হয়েছে। এগুলোর সাথে সার্কিটও যুক্ত রয়েছে।’

তিনি জানান, ‘পাবনা ও আশেপাশের জেলায় পুলিশের বোমা নিষ্ক্রয়কারী দল না থাকায় ঢাকা থেকে প্রশিক্ষিত দল এসে ওই বস্তুগুলি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে। কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।’

বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, ‘গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। গত চারদিন আগে বাড়ির সামনে পেট্রোল ঢেলে রেখে যায় অজ্ঞাতরা। এরপর এমন বোমা সাদৃশ্য বস্তু রেখে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি