টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ১৭৫৬
প্রকাশিত : ১৫:৩৩, ৭ এপ্রিল ২০২০
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনের আওতায় কাউকে আনা হয়নি।
জেলায় আজ মঙ্গলবার পর্যন্ত মোট কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা ১৭৫৬ জন। এ ছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১৭২৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আইসোলেশনে আছে ৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান সাংবাদিকদের জানান, ‘এখন পর্যন্ত জেলার ১২টি উপজেলা থেকে মোট ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে পরীক্ষায় ২২ জনের রিপোর্ট নেগেটিভ আসছে। বাকিদের ফলাফল এখনও আসেনি।’
এআই/
আরও পড়ুন