ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কালীগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের মৃত্যু, নমুনা সংগ্রহ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩১, ৭ এপ্রিল ২০২০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে আব্দুল কাইয়ুম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে।
 
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী জরুরি বিভাগে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।
   
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ওই মৃত ব্যক্তির শ্বাসকষ্ট  ছিল। তবে তার করোনাভাইরাস আছে কিনা, ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির এখনোও পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি জয়দেবপুর শুধু এটুকু জানা গেছে।

কেআই/এসি
  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি