ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে জীবানুনাশক স্প্রে করছে রেড ক্রিসেন্ট

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৩, ৭ এপ্রিল ২০২০

বাগেরহাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে যানবাহন ও শহরের অলিগলিতে জীবানুনাশক স্প্রে ও সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হচ্ছে। মঙ্গলবার সকালে বাগেরহাট পৌরসভার শহীদ মিনার সড়ক, পুরাতন জেল খানা রোড, শালতলা মোড়সহ শহরের বিভিন্ন স্থানে সড়কের যানবাহনে জীবানু নাশক স্প্রে করা হয়। 

গত এক সপ্তাহ ধরে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বাগেরহাটের সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা, শহরের অলিগলি ও যানবাহনে জীবানু নাশক স্প্রে করছেন। 

এছাড়া হ্যান্ড সেনিটাইজার দিয়ে সড়কে চলাচল করা মানুষদের হাত ধুয়ে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করতে মাইকিং করছেন রেড ক্রিসেন্টের যুবারা।

বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের প্রধান মো. শরিফুল ইসলাম জুয়েল বলেন, দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মাঠে রয়েছেন। এক সপ্তাহ ধরে বাগেরহাটের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করতে মাইকিং করছি। যারা শহরে প্রবেশ করা এবং বাইরে যাওয়া মানুষ ও যানবাহনকে জীবানুমুক্ত করার জন্য আমরা জীবানুনাশক স্প্রে করছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি