শাহজাদপুরে মাটির ট্রাক উল্টে নিহত ১
প্রকাশিত : ১৪:৩৬, ৮ এপ্রিল ২০২০
সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাজারে ট্রাক উল্টে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
নিহত আব্দুল ওহাব (৪৫) পার্শ্ববর্তী নরিনা ইউনিয়নের নারায়নদহ গ্রামের মৃত কফেত আলী প্রামানিকের ছেলে। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনজুরুল আলম জানান, বুধবার সকালে নারায়নদহ থেকে মাটি পরিবহন করা একটি ট্রাক গারাদহ বাজার এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে পুর্ব পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে ওহাব আলী মারা যায় এবং ৫ জন আহত হয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে এলাবাসীর সহযোগীতায় হতাহতদের উদ্ধার করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাকিব হাসনাত জানান, ভর্তি হওয়া আহতদের মধ্যে রাকিব হোসেন (২৩) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে স্থানান্তর করা হয়।
এমবি//
আরও পড়ুন