ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে করোনাভাইরাস পরীক্ষা ল্যাবের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনাভাইরাস শনাক্তকারী পিসিআর ল্যাবের উদ্বোধন হয়েছে। আজ সকাল ১১ টায় কলেজ ভবনের দ্বিতীয়  তলায় মাইক্রোবায়োলজি বিভাগে ল্যাবে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক।
  
পিসিআর ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. বাসুদেব কুমার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও কলেজ অধ্যক্ষ অসীত ভূষণ দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
  
মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আকবর কবির জানান, আজ রোগীর পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হবে না। কেননা যারা এখানে কাজ করবে তাদের কোম্পানির এক্সপার্ট প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করতে হবে। আশা করা যাচ্ছে আগামীকাল থেকে কোভিড ১৯ পরীক্ষা কার্যক্রম শুরু করা যাবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি