ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ত্রাণের জন্য লালমনিরহাটে শ্রমজীবিদের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৭:০৪, ৮ এপ্রিল ২০২০

আজ বুধবার দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাড়িতে বসে থাকা কর্মহীন শ্রমজীবি মানুষেরা এ পর্যন্ত কোন ধরনের সরকারী বেসরকারী খাদ্য সহায়তা না পেয়ে বিক্ষোভ করেছেন। 

বিক্ষোভকারীরা লালমনিরহাট--বুড়িমারী মহাসড়কে অবস্থান নেন। এসময় বিক্ষুদ্ধ জনতাকে ঘরে ফেরাতে পুলিশ ধাওয়া করে। পরিস্থিতি সামাল দিতে সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় চাল সহ নিত্য প্রয়োজনীয় ত্রান দেবার আশ্বাস দিলে বিক্ষুদ্ধ কর্মহীন শ্রমজীবি মানুষেরা ঘরে ফিরে যান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি