ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ১০ টাকা কেজির চাল বিক্রির অভিযোগে আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৩, ৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৭:৪৭, ৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফেয়ার প্রাইজের চাল কালোবাজারে বিক্রির অপরাধে তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় ৬৫ বস্তা চাল সহ বহনকারী নসিমন গাড়িটিও জব্দ করা হয়। এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
 

রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল গ্রামের ডিলার নুরুল ইসলাম গত ৫ এপ্রিল চান্দাইকোনা খাদ্য গুদাম থেকে ১৮ টন ৯০ কেজি ফেয়ার প্রাইজের চাল উত্তোলন করে। তা গত ৭ এপ্রিল বিতরণ দেখানো হয়। 
 
বুধবার সকালে কিছু চাল নসিমন যোগে চান্দাইকোনায় কালো বাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার পথে ষোলমাইলে রায়গঞ্জ থানার এসআই মেহেদী মোস্তাক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। তখন ৬৫ বস্তা ফেয়ার প্রাইজের চাল সহ ডিলার নূরুল ইসলামের ছেলে মোজাফর হোসেন (৩৫), চালক শাজাহান (৪০) ও  শফিকুল ইসলাম (৩০) কে আটক করে। পরে তাদের কে অভিযুক্ত করে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে ডিলার নূরুল ইসলাম পলাতক রয়েছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি