নাটোরে ২টি বাড়ি লকডাউন
প্রকাশিত : ১৭:৩৪, ৮ এপ্রিল ২০২০
নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় শ্রমিক নেতা হোসেন সরদার ও তার ভাইয়ের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ও সদর থানা পুলিশ গিয়ে দুটি বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়ে লকডাউন করে দেয়।
জানা যায়, করোনা উপসর্গ নিয়ে গাজীপুর থেকে আসা হোসেন সরদারের মেয়ে সম্প্রতি নাটোর শহরের কান্দিভিটা এলাকার বাবার বাড়িতে আসেন। জ্বর সর্দি, কাশি থাকায় ইতিমধ্যেই সকালে ওই নারীর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পাওয়ার পর বুধবার দুপুরে শ্রমিক নেতার ওই বাড়ি সহ তার ভাইয়ের বাড়ির দরজায় তালা মেরে লকডাউন করে দেয় সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, শতভাগ কোয়ারেন্টাইনে রাখার জন্য বাড়িতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। কাল বৃহস্পতিবার নমুনার রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে শহরতলীর একডালা এলাকায় সরকারি আশ্রয়ন কেন্দ্রে ৫০ শয্যার পৃথক করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে।
আরকে//
আরও পড়ুন