ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ২ গ্রাম লকডাউন

রাজবাড়ী প্রতিনধি 

প্রকাশিত : ১৯:৩৯, ৮ এপ্রিল ২০২০

ঢাকা থেকে করোনা ভাইরাস সংক্রমন  নিয়ে রাজবাড়ীতে পালিয়ে এসেছে এক নারী। তার করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর ও সমেশপুর দুইটি গ্রাম লকডাউন করা হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান। পালিয়ে আসা ব্যক্তি ও তার সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়ীসহ ওই ইউনিয়নের দুইটি গ্রামকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

বর্তমানে রাজবাড়ীতে ২৬ জন হোম কোয়ারেন্টাইন এবং ৪ জন আইসোলেশনে রয়েছে। এছাড়া গত কয়েকদিনে ২০জনের শরীরের নমুনা সংগ্রহের ৬ জনের রিপোর্ট নেগেটিভ ও অন্যান্যদের রিপোর্ট এখনো পায়নি জেলা স্বাস্থ্য বিভাগ।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান জানান, দাদশী ইউনিয়নের বক্তারপুর ও সমেশপুর দুইটি গ্রাম লকডাউন করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি