ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

হিলিতে ২০ জনকে ৭৬ হাজার টাকা জরিমানা 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ৮ এপ্রিল ২০২০ | আপডেট: ২০:১৮, ৮ এপ্রিল ২০২০

দিনাজপুরের হিলিতে নির্দেশনা না মেনে বাড়ির বাহিরে বের হওয়ায় পথচারী ও মাদকসেবনের উদ্দ্যেশে আসা মোটরসাইকেল আরোহীসহ ২০ জনকে ৭৬ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হিলির ডাঙ্গাপাড়াস্থ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম এই দন্ড প্রদান করেন।  এসময় সেখানে ১১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার আনোয়ার হোসেন, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ ও আনসার সদস্য হিলির প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, নির্দেশনা না মেনে বিনাপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হওয়ায় ও অনেকে মাদকসেবনের উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল যোগে হিলিতে আসায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সর্বমোট ২০ জনকে ৭৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। করোনার সংক্রামন রোধে মানুষকে বাড়িতে রাখতে ও সামাজিক দুরত্ব নিশ্চিতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি