ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাসিরনগরে ট্রাক্টর উল্টে চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৭, ৮ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর উল্টে নূরুল আমিন-(৪০) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার চিতনা  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন চিতনা গ্রামের ধনু মিয়ার ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকালে ট্রাক্টর নিয়ে নুরুল আমিন জমিতে হালচাষের জন্য চিতনা গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খালে পড়ে যায়। 

এসময় চালক নুরুল আমিন ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  
এ ব্যাপারে উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অবগতও করেনি।

কেআই/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি